নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একজন করে ব্যাটার সেঞ্চুরির দেখা পেলেন। মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ৮৩ বলে করেন ১১৫ রান। অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন ১১২ বলে খেললেন ১১১ রানের ইনিংস।
অবশ্য শেষ হাসি অজি নারীদের। ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে ৮৯ রানের বড় জয় দিয়ে এবারের নারী বিশ্বকাপ শুরু করলো বর্তমান ও সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ইন্দোরের হোল্কার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে অল আউট হওয়ার আগে ৩২৬ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১১৫ রান করেন অ্যাশলি গার্ডনার। ৭৭ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যাশলি। লিচফিল্ডের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান। এছাড়া কিম গার্থ ৩৮ ও এলিস পেরি ৩৩ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট পেয়েছেন জেস কের ও লিয়া তাহুহু। এছাড়া দু’টি করে উইকেট পেয়েছেন ব্রি ইলিং ও অ্যামিলিয়া কের।

৩২৭ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই রান আউটর শিকার হন জর্জিয়া প্লিমার। সোফি মোলিনাক্সের করা ওভারের শেষ বলে সুজি বেটসের সাথে প্রান্ত বদল করতে গিয়ে রান আউটের শিকার হন প্লিমার। অথচ তিনি কোন বলই খেলেননি।
সেখান থেকে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন অ্যামিলিয়া কের ও সোফি ডিভাউন। কিউই নারী দলের অধিনায়ক সোফি একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখলে অন্য প্রান্ত দিয়ে একে একে আউট হন কের (৩৩), ব্রুক হ্যালিডে (২৮), ম্যাডি গ্রিন (২০) ও ইসাবেলা গেজ (২৮)।
৪৩তম ওভারের প্রথম বলে দলের ৭ম ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়ান সোফি ডিভাউন আউটের সময় কিউইদের ছিলো ২৩৫। সেখান থেকে পরের আট বলেই তিন উইকেট হারিয়ে ২৩৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়ার নারীরা পায় ৮৯ রানের বড় জয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















