সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দল পেয়েছিল জাতির গর্বের প্রতীক হয়ে ওঠার সম্মান। সেই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা দিয়েছিল মেয়েদের জন্য দেড় কোটি টাকার পুরস্কারের। অথচ প্রায় ১০ মাস পার হলেও এখনো সেই অর্থ হাতে পাননি সাবিনা-ঋতুপর্ণারা।
যেখানে ক্রীড়া মন্ত্রণালয় এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে দ্রুতই তা বুঝিয়ে দিয়েছে, সেখানে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে আজও অর্থ দেয়নি। শুধু তাই নয়, বাফুফে নারী খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেও নিয়মিত বেতন পরিশোধ করছে না। এমনকি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া ৮টি ম্যাচের পারিশ্রমিকও এখনো পরিশোধ হয়নি।
সম্প্রতি এশিয়ান কাপে কোয়ালিফাই করে দেশে ফেরার পর রাত ৩টায় হাতিরঝিলে এক প্রহসনমূলক সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে। সেখানে খেলোয়াড়দের হাতে ফুল ধরিয়ে দায়িত্ব শেষ করেছে তারা। নতুন কোনো পুরস্কার বা উৎসাহমূলক ঘোষণা আসেনি—উল্টো পুরনো প্রতিশ্রুত পুরস্কারের বাস্তবায়নও হয়নি।
মেয়েরা ইতোমধ্যেই রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে একুশে পদক পেয়েছেন। এর সঙ্গে যে ৪ লাখ টাকা পুরস্কার ছিল, সেটিও এখনো বাফুফে থেকে বুঝিয়ে দেওয়া হয়নি। সব মিলিয়ে নারী দলের অর্জনকে যেন ব্যঙ্গ করছে দেশের ফুটবল প্রশাসন।
একদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই মেয়েরা যখন সম্মান কুড়াচ্ছে, অন্যদিকে নিজেদের ফেডারেশন থেকে বারবার অবহেলার শিকার হচ্ছেন তারা। ফলে ফুটবলারদের মনেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা ও হতাশা।
প্রশ্ন উঠছে—আর কত সাফল্য আনলে বাফুফের ঘোষিত পুরস্কারের অর্থ পাবে নারী ফুটবলাররা?
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















