নারী এনসিএল টি-টোয়েন্টিতে শিরোপা জিতল বরিশাল
নারী ন্যাশনাল ক্রিকেট লিগ – নারী এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন বরিশাল বিভাগ । সোমবার শেষদিনে বিকেএসপির- ৪ মাঠে শেষদিনের লড়াই হয়েছে। রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বরিশাল। আর ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে রানার্সআপ হয় খুলনা বিভাগ। অন্য দুই ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৫ উইকেটে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগকে ৭ উইকেটে রাজশাহী বিভাগ হারিয়েছে। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও নারী উইংসের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও বিকেএসপির পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম।
সম্প্রতিই নারী ওয়ানডে বিশ্বকাপ শেষে মাঠে গড়ায় মেয়েদের এনসিএল টি-টোয়েন্টি। তাই জাতীয় দলের ক্রিকেটাররাও খেলার সুযোগ পেয়েছেন। বেশ জমজমাট লড়াই-ই হয়েছে। এবারের আসরে বরিশাল বিভাগের মেয়েরা ছিল দুর্দান্ত। তারা ৭ ম্যাচের ৬টিতেই জয়ে ১২ পয়েন্ট অর্জন করে। একটি মাত্র হার দেখে তারা চট্টগ্রাম বিভাগের কাছে। আর রানার্সআপ খুলনা ৫টি জয়, ২ পরাজয় দেখেছে। তাদের পয়েন্ট ১০। সমান জয়-পরাজয়ে ১০ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থাকার কারণে চট্টগ্রাম বিভাগ তৃতীয় হয়েছে।

এনসিএল প্রতিযোগিতার ১৪তম আসর
৮ বিভাগীয় দলের নারী ক্রিকেটাররা খেলেছেন এবারে এনসিএল প্রতিযোগিতার ১৪তম আসর। শুধু ঢাকা বিভাগের মেয়েরা কোনো জয়ের মুখ দেখেনি। ৭ ম্যাচেই হেরে সবার নিচে থেকে শেষ করেছে তারা। ঢাকার ওপরে থাকা ময়মনসিংহ বিভাগ ২ জয়ে ৪ পয়েন্ট অর্জন করে।
এবারের এনসিএল আসরে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন বরিশালের লেগস্পিনার রাবেয়া খান। তিনি ৭ ম্যাচে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৯.৮৩ গড় ও ১১৮.৫৪ স্ট্রাইকরেটে ১৭৯ রান। সর্বাধিক ২৭৫ রান করেছেন সিলেট বিভাগের শামীমা সুলতানা। তার গড় ৪৫.৮৩ ও স্ট্রাইকরেট ৯৬.৪৯। ৪২.৩৩ গড়ে দ্বিতীয় সর্বাধিক ২৫৪ রান বরিশালের ওপেনার ফারজানা হক পিঙ্কির।
টুর্নামেন্টের সেরা প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হয়েছেন রংপুর বিভাগের জুয়াইরিয়া ফেরতৌস জয়িতা। ৭ ম্যাচে ৩১.৫০ গড় ও ১৩১.২৫ স্ট্রাইকরেটে তিনি তৃতীয় সর্বাধিক ১৮৯ রান করেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট ছিল দিলারা আক্তার দোলার। তিনি ১৬২.৬২ স্ট্রাইকরেটে পঞ্চম সর্বাধিক ১৭৪ রান করেছেন ২৪.৮৬ গড়ে।
যৌথভাবে সর্বোচ্চ ১৪টি করে উইকেট নেন চট্টগ্রাম বিভাগের ফাতেমা জাহান সোনিয়া ও বরিশাল বিভাগের সুলতানা খাতুন। ১৩ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে স্বর্ণা আক্তার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













