চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুতির অংশ হিসেবে টুর্নামেন্টের আগে দু’টি অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে অংশগ্রহণকারী আট দলের সবাই অংশ নেবে প্রস্তুতি পর্বে, যা অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর।
প্রথম প্রস্তুতি ম্যাচে ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগ্রেসরা, ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। দ্বিতীয় ও শেষ ম্যাচে ২৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা নারী জাতীয় দল। তবে এই দুই ম্যাচের বাইরে বিশ্বকাপের আগে বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ থাকছে না।
তবে ঘাটতি পূরণে দেশের মাটিতে নিয়মিত ক্যাম্প ও অনুশীলন ম্যাচ চালিয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। শুরুতে সিলেটে ক্যাম্প করার পর বর্তমানে ক্রিকেটাররা কিছুদিনের বিশ্রামে রয়েছেন। আগামী ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত আবারও শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। এরপর নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে দল।
বিশ্বকাপ উপলক্ষে নারী দলের কোচিং স্টাফেও থাকছে বিশেষ মনোযোগ। নিয়মিত প্রধান কোচ সারোয়ার ইমরানের পাশাপাশি এবার দলের সঙ্গে যুক্ত আছেন সাবেক জাতীয় পেসার আলমগীর কবির। “প্রধান কোচের পাশাপাশি আলমগীরও পেসারদের নিয়ে কাজ করছেন, সঙ্গে বাড়তি নজর দিচ্ছেন ফিল্ডিংয়েও।” ইতিমধ্যেই ক্যাম্পের শুরু থেকে দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি।
এর আগে নারী দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন রবিউল ইসলাম, তবে এবার সেই দায়িত্বে দেখা যাচ্ছে আলমগীরকে। বিশ্বকাপ সামনে রেখে তার অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















