নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারলো বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ দলের ব্যাটিংয়ের পুরোটা সময়ই দাপট দেখিয়েছেন কিউই বোলাররা।

ব্যাটারদের ব্যর্থতায় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে পর পর দুই ম্যাচেই পরাজিত হলো নিগার সুলতানা জ্যোতির দল।

টানা দুই হারে আট দলের টুর্নামেন্টে টেবিলের ছয়ে নেমে গেলো বাংলাদেশ। অন্যদিকে, টেবিলের একেবারে তলানীতে থাকা নিউজিল্যান্ড উঠে আসলো টেবিলের ৫মস্থানে।

গুয়াহাটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান সংগ্রহ করে কিউই নারীরা। জবাবে ৩৯ ওভার পাঁচ বলে ১২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। এদের মধ্যে ফাহিমা খাতুন ৩৪, নাহিদা আক্তার ১৭ ও রাবেয়া খান ২৫ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান।

নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন জেস কের ও লিয়া তাহুহু।

এর আগে গুয়াহাটি স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নেমে, দলীয় ৩৮ রানে তিন উইকেট হারালেও মিডল অর্ডারে ব্রুক হ্যালিডে ও সোফি ডিভাইনের শতরানের জুটির ওভার ভর করে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।

সুজি বেটস ও জর্জিয়া প্লিমারের ৩৫ রানের উদ্বোধনী জুটির পর জোড়া আউটের পর দলীয় ৩৮ রানে তৃতীয় উইকেট হারায় কিউই নারীরা। সেখান থেকে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের শতরানের জুটি উপহার দেন।

হ্যালিডে ৬৯ ও ডিভাইন ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন। পরের দিকের ব্যাটাররা আর বড় স্কোর খেলতে পারেননি। সব মিলিয়ে নির্ধারতি ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সমর্থ হয়।

বাংলাদেশ দলের লেগব্রেক বোলার রাবেয়া খান ১০ ওভারে এক মেডেন ও ৩০ রানের বিনিশয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। দলের প্রধান অস্ত্র পেসার মারুফ আক্তার ৭ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

এছাড়া এক উইকেট করে পেয়েছেন নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি, ও ফাহিমা খাতুন। নিউজিল্যান্ডের দুইজন ব্যাটার এদিন রান আউটের শিকার হয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:
টস : নিউজিল্যান্ড (ব্যাটিংয়ের সিদ্ধান্ত)
নিউজিল্যান্ড: ২২৭/৯ (৫০ ওভার)
বাংলাদেশ: ১২৭/১০ (৩৯.৫ওভার)

Exit mobile version