আসামের গুয়াহাটিতে নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। উভয় দলই দু’টি করে ম্যাচে অংশ নিয়েছে। বাংলাদেশের এক জয় ও এক হারের বিপরীতে কিউইরা দু’টিতেই হেরেছে।
বাংলাদেশ এর আগে কখনও নারীদের ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি, তবে নিগার সুলতানা জ্যোতিরা আত্মবিশ্বাসে ভরপুর, বিশেষ করে আগের ম্যাচে ইংল্যান্ডকে হারানোর কাছাকাছি চলে গিয়েছিলো মারুফা আক্তাররা।
আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে খেলছে নিউজিল্যান্ড। ব্রি ইলিংয়ের জায়গায় খেলছেন রোজমেরি মেইর।
টস হেরে ফিল্ডিংয়ে আমন্ত্রিত হওয়ার পর নিগার সুলতানা জানিয়েছেন, টস জিতলেও প্রথমে বোলিং নেয়ার সিদ্ধান্ত ছিলো। কারণ হিসেবে তিনি আরও বলেন, বোলাররা এখন পর্যন্ত ভালো করছে। এটি তাদের জন্য একটি ভালো সুযোগ। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, তারা তাদের খেলাটাই খেলতে চায় এবং তিনি মনে করেন আজ তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জন্য দুটি পরিবর্তন, আমরা শীঘ্রই সেগুলো আপনাদের সামনে তুলে ধরব।
বাংলাদেশ একাদশ:
রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
নিউজিল্যান্ড একাদশ:
সুজি বেটস, জর্জিয়া প্লামার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কারসন ও রোজমেরি মেইর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















