সাফে নারীদের বয়সভিত্তিক টুর্নামেন্টে আরও একটা শিরোপা জয়ের মিশন জয় দিয়ে শুরু কয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করেছে সাইফুল বারী টিটুর দল। জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি।
২৩ সদস্যের বাংলাদেশ দলে বাফুফেতে নিয়মিত অনুশীলন করা সাত ফুটবলারের একজন হলে প্রীতি। খেলেন আক্রমণভাগে। ম্যাচে তার করা উভয় গোলই এসেছে প্রথমার্ধে।
চেশাল স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে সাথি মুন্ডার দারুণ এক আক্রমণে বক্সের ভেতর বল পান প্রীতি। নেপালের গোলরক্ষক এগিয়ে আসলে বলের নাগাল পাননি। দ্রুত গতিতে বল ধরে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন প্রীতি।
২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আক্রমণ ভাগের খেলোয়াড় প্রীতি। ডি বক্সের ভেতর বল নিয়ে ঢুকে পড়া আরেক স্ট্রাইকার আলপি আক্তারকে নেপালের গোলরক্ষক ফেলে দিলে রেফারি পেনাল্টির বাজি বাজাতে দেরি করেননি। সুযোগ কাজে লাগিয়ে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের বাকিটা সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ সময়।
৫ মার্চ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচই চেশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
চার দুলের টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ১০ মার্চের ফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশ ও ভারত তাদের প্রথম ম্যাচে জয় পেয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে। ৫ মার্চের শক্তি পরীক্ষার ম্যাচে জয়ী দল এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে যাবে। ড্র করলে অপেক্ষা করতে হবে নিজেদের তৃতীয় ম্যাচের জন্য।