পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

প্রথমবারের মতো সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলবে অজিরা। জ্যোতিদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার লক্ষ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে। অধিনায়ক অ্যালিসা হিলি পূর্ণ শক্তির এক দল নিয়ে ঢাকা সফরে আসছেন।

আসন্ন সিরিজটি অস্ট্রেলিয়ার বাংলাদেশে প্রথম দ্বিপাক্ষিক সফর। অস্ট্রেলিয়া নারী দল বাংলাদেশে আসবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি স্কোয়াডের অন্যতম মুখ। দলে ফেরানো হয়েছে টেইলা ভ্লেমিঙ্ককে।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল-

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টেইলা ভ্লেমিঙ্ক।

Exit mobile version