প্রথমার্ধে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সব বিভাগে ভালো খেলেও ডিফেন্ডার শিউলি আজমের ভুলে ৩২তম মিনিটে গোল হজম করে। বিপরীতে ম্যাচের ৪২তম মিনিটে ঋতুপর্না চাকমার নেয়া দূরপাল্টার শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় বাংলাদেশ দল।

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় পৌন ছয়টার শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ সব দিক দিয়েই প্রভাব বিস্তার করে খেলেছে। বলের দখল থেকে শুরু করে প্লেসিং পাকিস্তানের মেয়েদের নিয়ন্ত্রণ করে খেলেছে সাবিনা খাতুনের দল।

অন টার্গেটে শটও ছিলো বাংলাদেশের বেশি। পাকিস্তানের চারটি অন টার্গেট শটের বিপরীতে বাংলাদেশের শট ছিলো ছয়টি। বাংলাদেশ পেয়েছে দুই কর্নার। অন্যদিকে পাকিস্তান পেয়েছে একটি কর্নার।

Exit mobile version