২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনাদের শুরুটা খুব একটা সুখকর হয়নি। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ইনজুরি সময়ে শামসুন্নাহারের একমাত্র গোলে বাংলাদেশ পরাজয়ের হাত থেকে রক্ষা পায়। অথচ ২০২২ সালে এই পাকিস্তানকেই ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাবিনারা।
সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের মতে, দলের প্রধান সমস্যা ফিনিশিং ও সেন্ট্রাল ডিফেন্সে। তাঁর পর্যবেক্ষণে, “ফিনিশিং এবং সেন্ট্রাল ডিফেন্সের সমস্যা রয়েছে। ভালো করতে হলে এই দুই জায়গায় উন্নতি করতে হবে।” পাকিস্তান ম্যাচে বাংলাদেশকে ভাগ্যক্রমে হার এড়াতে হয়েছে বলেও মনে করেন তিনি। বিশেষত, ৭২ মিনিটে পাকিস্তান এক গোলের সুযোগ মিস করেছিল, যা গোল হলে বাংলাদেশের ম্যাচে ফেরাটা কঠিন হয়ে যেত।
ছোটনের মতে, ডিফেন্সের ভুল বারবার একই জায়গায় হচ্ছে, যা দলকে বিপদে ফেলছে। শিউলি আজিমের ভুলে পাকিস্তান গোল করে এবং পরে আরেকটি সুযোগ পেয়েছিল। এই ভুলগুলো ভুটান ও চাইনিজ তাইপের বিপক্ষেও হয়েছে। আন্তর্জাতিক মানের ফুটবলে এই ভুলগুলো মেনে নেওয়া যায় না বলে তিনি মনে করেন।
বাংলাদেশ দলের বর্তমান কোচ পিটার বাটলারের কৌশল নিয়ে তিনি সরাসরি কোনো সমালোচনা করতে চান না, তবে একাদশ ও পজিশন নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ছোটন মনে করেন, কোচ পরিবর্তনের কারণে দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের মধ্যে সামঞ্জস্যে প্রভাব পড়তে পারে।