বছরের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শিরোপা জিতলেন দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফ। শনিবারের ফাইনালে শীর্ষ বাছাই বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কাকে ৬-৭, ৬-২ ও ৬-৪ গেমে পরাজিত করেন গফ। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
২১ বছর বয়সী কোকো গফ ২০২৩ সালে ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম জয় করেছিলেন সাবালেঙ্কাকে হারিয়েই। সেই ফাইনালেও সাবালেঙ্কার কাছে প্রথম সেটে হেরেছিলেন। ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছিলেন পরের দুই সেট।

রোলা গ্যারোতে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচের স্থায়িত্ব হয়েছিলো ২ ঘন্টা ৩৮ মিনিট। প্রথম সেটে দারুণ শুরু করেছিলেন সাবালেঙ্কা। এক পর্যায়ে এগিয়ে যান ৪-১ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেটটাকে টাইব্রেকারে নিয়ে যাওয়ার পর আর পেরে ওঠেননি গফ।
অবশ্য দ্বিতীয় তার সামনে দাঁড়াতেই পারেননি সাবালেঙ্কা। হেরেছেন ৬-২ গেমে। শেষ সেটে বেশ কয়েকবার চেষ্টা করেও পেরে ওঠেননি। শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে পুরষ্কারগ্রহণের সময় কেঁদেই ফেলেন ২৭ বছর বয়সি সাবালেঙ্কা।

সাবালেঙ্কা ও কোকো গফের সামনে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের সুযোগ ছিলো। সেখানে শেষ হাসি হেসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী গফ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















