বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ানরা।

গ্রুপ ‘বি’ থেকে ইতিমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে। আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারাতে পারলে তারাও সেমিফাইনালের সম্ভাবনায় এগিয়ে যাবে।

এতে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। তাই বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি শুধু টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখারও শেষ সুযোগ।

Exit mobile version