কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সফরে তারা আগামী মাসে স্বাগতিক বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত সূচি অনুসারে সবগুলো ম্যাচই হবে কক্সবাজার একাডেমি মাঠে। ৩, ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ
দল মঙ্গলবার পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করে বিসিবি। সেই অনুসারে ৩০ নভেম্বর পাক নারীরা আসছে বাংলাদেশে। সেদিনই ঢাকায় পৌঁছে আবার কক্সবাজার যাবে সফরকারীরা। কক্সবাজার গিয়ে ১ ও ২ ডিসেম্বর পাকিস্তান দল কক্সবাজার একাডেমি মাঠে অনুশীলন করবে।
ইতোমধ্যেই এই সিরিজের জন্য বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নতুন জার্সি দিয়েছে বিসিবি। নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা জার্সি তুলে দিয়েছেন তাদের হাতে। ৩ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন করে বিরতি দিয়ে ৫ ও ৭ ডিসেম্বর পরবর্তী দুই ম্যাচ।
তবে চতুর্থ ম্যাচের আগে ২ দিন বিরতি দেওয়া হয়েছে। ১০ ও ১২ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ।
