নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে এবারের আসরের সেরা একাদশ। এই একাদশে একমাত্র এশিয়ান হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ দল এবার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও জ্যোতির স্ট্যাম্পের পেছনের দক্ষতা এবং ব্যাটিং পারফরম্যান্স তাকে সেরা একাদশে তুলে এনেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় আছেন দক্ষিণ আফ্রিকা থেকে, মোট চারজন। নিউজিল্যান্ডের তিনজন, অস্ট্রেলিয়ার দুইজন, এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের একজন করে জায়গা পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটসকে রাখা হয়েছে ওপেনার হিসেবে। তাদের দুজনের পারফরম্যান্সই দলকে ফাইনালে নিয়ে যেতে সাহায্য করেছে। নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমার আছেন তিন নম্বরে, তিনি সোফি ডিভাইনের সঙ্গে দলকে শক্তিশালী অবস্থানে রেখেছেন। মারিজানে কাপ (দক্ষিণ আফ্রিকা) এবং দিয়ান্দ্রা দোতিন (ওয়েস্ট ইন্ডিজ) রয়েছেন মিডল অর্ডারে তাদের বিস্ফোরক ব্যাটিং এবং অলরাউন্ড পারফরম্যান্সের জন্য।
অলরাউন্ডার হিসেবে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার জায়গা পেয়েছেন, যিনি ১২ উইকেট এবং ৯২ রান নিয়ে এবারের আসরে উজ্জ্বল ছিলেন। নিগার সুলতানা ১০৪ রান এবং ৬টি স্ট্যাম্পিং সহ উইকেটের পেছনে সেরা ছিলেন।
বোলারদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং মেগান শ্যুট, নিউজিল্যান্ডের ইডেন কার্সন এবং দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা। তাদের মধ্যে সাদারল্যান্ড ও এমলাবা ছিলেন বল হাতে দারুণ কার্যকর।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ
লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা।