বিশ্বকাপে পাকিস্তানের হাতে ভারতের ভাগ্য

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার আশা এখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওপর নির্ভর করছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে ভারতের ভাগ্য আর তাদের নিজেদের হাতে নেই। গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে ওঠার জন্য ভারতের এখন তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে।

আজ দুবাইয়ে পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে ছোট ব্যবধানে হারাতে পারে, তবে নেট রানরেটে এগিয়ে থেকে ভারত সেমিফাইনালে উঠতে পারে। তবে পাকিস্তান যদি বড় ব্যবধানে জিতে, তবে তারাই উঠবে শেষ চারে। এর জন্য ফাতিমা সানা এবং নিদা দারের নেতৃত্বাধীন পাকিস্তানকে আগে ব্যাট করলে ৪৭ থেকে ৬০ রানের ব্যবধানে জিততে হবে, অথবা পরে ব্যাট করে ১০ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে।

নিউজিল্যান্ডের জন্য সমীকরণটা সহজ। যেকোনো ব্যবধানে জিতলেই তারা ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেবে। ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত ও পাকিস্তানের বিদায় নিশ্চিত হবে।

নিউজিল্যান্ড-পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যান নিউজিল্যান্ডের পক্ষেই কথা বলছে। তবে পাকিস্তান তাদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছে, যা ভারতের আশা বাঁচিয়ে রেখেছে। ভারতীয় সমর্থকরা এখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জয় এবং সঠিক শর্ত পূরণের দিকে তাকিয়ে আছে।

Exit mobile version