বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) লাল-সবুজের দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
গ্রুপ পর্বে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে পরাজিত করে ১০ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের খরা কাটায় জ্যোতি-মারুফারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফর্ম করলেও পরাজিত হয় বাংলাদেশ। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজও দুই ম্যাচের মধ্যে একটি জয় পেয়েছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ক্যারিবীয়রা।
গ্রুপ ‘বি’ থেকে ইতিমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে। আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারাতে পারলে তারাও সেমিফাইনালের সম্ভাবনায় এগিয়ে যাবে। এতে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। তাই বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি শুধু টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখারও শেষ সুযোগ।