বেথ মুনির সেঞ্চুরিতে পাকিস্তানকে ২২২ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

নারী ওয়ানডে বিশ্বকাপ

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সামনে ২২২ রানের পাহাড় টার্গেট দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। বেথ মুনির সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ২২২ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া। ১১৪ বলে ১০৯ রান করেন বেথ মুনি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার মাত্র দুইজন ব্যাটার বড় স্কোরের দেখা পেয়েছেন। টু ডাউনে খেলতে নামা বেথ মুনি ১১৪ বলে ১০৯ রানের স্কোর গড়েন। অন্যদিকে দশম ব্যাটার হিসেবে খেলতে নামা অ্যালানা কিং দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ২০ রানের দেখা পান উইকেটরক্ষা ব্যাটার ও ওপেনার একইসাথে দলের নেতৃত্ব দেয়া অ্যালিসা হিলি।

পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন নাশরা সান্ধু। ফাতিমা সানা ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে এবং রামিন শামিম ১০ ওভারে এক মেডেন ও ২৯ রান দিয়ে দুটি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন ডিয়ানা বেগ ও সাদিয়া ইকবাল।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২২১/৯ (৫০ ওভার)।
অ্যালিসা হিলি ২০, ফোয়েবা লিচফিল্ড ১০, এলিসে পেরি ৫, বেথ মুনি ১০৯, অ্যানাবেল সাদারল্যান্ড ১, অ্যাশলেই গার্ডনার ১, তাহলিয়া ম্যাকগ্রাথ ৫, জর্জিয়া ওয়েরহ্যাম ০, কিম গার্থ ১১, অ্যালানা কিং অপরাজিত ৫১ এবং অতিরিক্ত ৮ রান।

Exit mobile version