ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ জিতলেও এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ হরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম টি-২০তে লড়াই করে ১২ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৪৭ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার সিলেটে আয়ারল্যান্ডের দেয়া ১৩৫ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার। এছাড়া স্বর্ণা আক্তার ২০ ও দিলামা আক্তার করেন ১০ রান। আর কোন ব্যাটার সফরকারী বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি।
এর আগে টস জিতে, ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে আইরিশ নারীরা। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ওপেনার গ্যাবি লুইস ব্যক্তিগত ১৪ রান করে বিদায় নেন। দারুণ শুরুর পর দলীয় ৪৮ রানে বিদায় নেন আর এক ওপেনার অ্যামি হান্টার। তিনি ২৩ বলে ২৩ রান করে জাহানারার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন।
এরপর ওরলা প্রেন্ডারগাস্ট ৩২ ও লরা ডেলানি ৩৫ রান করে বিদায় নেন। দলীয় ১০৭ রানে ৪ উইকেট হারায় তারা। শেষ দিকে সারা ফোর্বস ৪ ও রেবেকা স্টোকেল ৯ রান করে অপরাজিত থাকেন। বল হাতে নাহিদা আক্তার ৪ ওভারে ২০ রানে দুটি উইকেট নেন। এছাড়া জাহানারা, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা একটি করে উইকেট নেন।