নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে বসছে নারী ক্রিকেটের এই মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল খেলবে অন্তত সাতটি ম্যাচ।
বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর। কলম্বোতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ভারতের মাটিতে বিশ্বকাপ হলেও রাজনৈতিক কারণে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
৭ অক্টোবর গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ অক্টোবর ভাইজাগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। একই ভেন্যুতে ১৩ ও ১৬ অক্টোবর পরপর দুটি ম্যাচ খেলবে তারা—প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ ২০ অক্টোবর, আবারো কলম্বোতে। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর গ্রুপ পর্বে জ্যোতিদের শেষ ম্যাচ ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে।
সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ অক্টোবর, যথাক্রমে গুয়াহাটি ও বেঙ্গালুরুতে। তবে যদি পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে, সেক্ষেত্রে তাদের ম্যাচগুলো হবে কলম্বোতে। বিশ্বকাপের ফাইনাল নির্ধারিত হয়েছে ২ নভেম্বর, ভেন্যু বেঙ্গালুরু।