অনুর্ধ্ব-১৬ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনের খেলায় জয় পেয়েছে স্বাগতিক নেপাল। ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
নেপালের হয়ে গোল তিনটি করেছেন পুজা গিরি, ভূমিকা বুদাথোকি ও গায়ানসু দোলমালো। তিনটি গোলই হয় প্রথমার্ধে।
পুজা ১৪ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর চার মিনিট ব্যবধানে ভূমিকা গোল করেন। ৩১ মিনিটে স্কোরশিটে নাম লেখান গায়ানসু।
দুই ম্যাচে নেপালের এটা প্রথম জয়। অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের অন্য দুই দল বাংলাদেশ ও ভারত।
প্রথম ম্যাচে ভারত ৭-০ গোলে ভুটানকে হারিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। এক ম্যাচ থেকে বাংলেদেশেরও পয়েন্ট তিন। তবে গোল পার্থক্যে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। স্বাগতিক নেপালের পয়েন্টও ৩। তারা রয়েছে তৃতীয় স্থানে। দুই ম্যাচ খেলে ভুটান এখনো কোনো পয়েন্ট পায়নি।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এ ম্যাচে যারা জয় পাবে তারা এক ম্যাচ হাতে রেখে ফাইনাল খেলা নিশ্চিত করবে। হারলেও ফাইনাল খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে জয় পেতে হবে।