মার্চে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

নারী ক্রিকেট দল

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে বসবে টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের আসর। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তার আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

সফরে তারা টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজ অংশ নেবে।

দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশে আসছে। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের আগে তারা বাংলাদেশ সফরে এসেছিল। ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয় সে আসরেও শিরোপা জয় করেছিল। সেই সফরে থাকা অ্যালিসা হিলি, ইলিসে পেরি, বেথ মুনি ও জেস জোনাসেনও এবারও সফরে সঙ্গী হচ্ছেন।

এবারের এ সফরকে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে। স্পিন সহায়ক পিচে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় তারা। সে জন্য সফরে আসা দলে থাকছে স্পিনারের আধিক্য। অ্যাশলেই গার্ডনার, জর্জিয়া ওয়ারেহম, জোনাসেন- তিন স্পিনার দিয়ে সাজানো হবে অস্ট্রেলিয়া স্পিন ডিপার্টমেন্ট।

আগামী মার্চে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এ সফরের পর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার আর কোনো সিরিজ নেই। একই অবস্থা বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশকে সারতে হবে বিশ্বকাপের প্রস্তুতি।

বাংলাদেশ সফর সম্পর্কে দলটির নির্বাচক শন ফ্লেগলার বলেন, যে সব ভেন্যুতে বিশ্বকাপের খেলা হবে সফরে আমরা সে সব সব ভেন্যু পরিদর্শনের চেষ্টা করবো। সে সব উইকেটের আচরণও জানতে চেষ্টা করবো।’

Exit mobile version