সংযুক্ত আরব আমিরাত নারী ফুটবল দলের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলতে আজ রাতে দুবাই যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলারকে ছাড়াই দুবাই যাচ্ছে বাংলাদেশ। এই দলটির নেতৃত্ব দিবেন ঢাকায় অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে সাফজয়ী ও নেপালে ২০২৪ সালের সাফজয়ী দলের ডিফেন্ডার আফঈদা খন্দকার।
অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে অনুশীলন বয়কট করা খেলোয়াড়রা ফেরার সিদ্ধান্ত নিলেও তা কার্যকর হবে এই দুই ম্যাচের পর। সেই অনুশীলন কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আরব আমিরাত নারী দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ২৬ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ম্যাচটি ২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি দুই দলের প্রীতি ম্যাচ।
২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :
গোলরক্ষক (৩জন) : ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়।
ডিফেন্ডার (৮জন) : কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, সুলতানা, কানন আক্তার, অর্পিতা বিশ্বাস ও মারিয়াম বিনতে হান্না।
মিডফিল্ডার (৪জন) : হালিমা আক্তার, স্বপ্না রাণী, মুনকি আক্তার, বন্যা খাতুন
ফরোয়ার্ড (৮জন): আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, ঐশী খাতুন, তনীমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি ও নবীরন খাতুন।