নিয়ম ভঙ্গ করার অভিযোগে প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়েছেন ভিনেশ ফোগাট। ভারতের এই কুস্তিগির নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম বেশি হওয়ায় বাদ পরে যান চলতি অলিম্পিক থেকে।
প্রথম ভারতীয় নারী কুস্তিগির হিসেবে ভিনেশ ফোগাট অলিম্পিকের মঞ্চে সোনার পদকের ম্যাচের যোগ্যতা অর্জন করে রেকর্ড তৈরি করেন। গত ৬ আগস্ট তিনি তিনটি পর্বে জিতে ফাইনালে প্রবেশ করেন এবং পদক নিশ্চিত করেন।
তবে ৭ তারিখ সকালে নিয়মমাফিক ওজন পরীক্ষা করলে দেখা যায় ভিনেশের ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। তাই তিনি বাতিল হয়েছেন। মঞ্চেই কান্নায় ভেঙে পরেন তিনি।
বাতিল হওয়া নিয়ে অনেকের কটাক্ষের শিকার হয়েছেন এই কুস্তিগির। তবে অনেকেই আবার তার পাশে দাঁড়িয়েছেন। যেখানে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরো অনেকেই।