বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানিসহ নানা অভিযোগ করেন কোচিং স্টাফসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এর মধ্যে সাবেক নির্বাচক মনজুরুল ইসলামের বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ। তাই তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জাহানারর কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ চায়। কিন্তু জাহানারা এজন্য কিছুটা সময় চেয়েছেন বলে জানিয়েছে বিসিবি। তাই আরও ১৫ দিন তদন্ত রিপোর্টের সময় বাড়ানো হয়েছে।
গত মাসে জাহানারা আলম দুটি সাক্ষাৎকারে তার সঙ্গে হওয়া নানাবিধ অন্যায় আচরণ, পক্ষপাতিত্ব, দুর্ব্যবহার ও যৌন হেনস্তার অভিযোগ আনেন। এরপর প্রথম ৩ সদস্যের এবং পরবর্তীতে আরও ২ জনকে যোগ করে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। ৫ সদস্যের সেই কমিটিকে ১৫ দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়।
ইতোমধ্যেই তদন্ত কমিটিকে দেওয়া সময়সীমা শেষ। জাহানারার করা অভিযোগ তদন্তের বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত প্রতিবেদন জানার অপেক্ষায় আছে সবাই। কিন্তু এখন পর্যন্ত সেটি বেশিদূর এগোতে পারেনি, তা বিসিবির বিবৃতি থেকেই স্পষ্ট।
আজ রাতে এক বিবৃতিতে বিসিবি যা জানিয়েছে, তাতে অবশ্য তদন্ত শেষ না হওয়ার কারণ জাহানারা নিজেই। বিসিবি বিবৃতিতে জানিয়েছে, জাহানারাকে তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়। তবে সেজন্য তিনি বাড়তি সময় চেয়েছেন। বিসিবি আশাবাদী, ২০ ডিসেম্বরের মধ্যে সেই তদন্ত রিপোর্ট তারা হাতে পাবে।
আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির বক্তব্য,’সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য, সাবেক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, যিনি প্রধান অভিযোগকারী, তাকে স্বাধীন তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল।’
বিবৃতিতে আরও বলা হয়েছে,’তিনি তার আনুষ্ঠানিক বিবৃতি/অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে। এখন রিপোর্টটি ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। বিসিবি একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
