আরব আমিরাতের শারজায় শুরু হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে বাংলাদেশ। ১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে স্কটল্যান্ড।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোসতারি, দ্বিতীয় সর্বোচ্চ ২৯ সাথি রানির। শততম টি–টোয়েন্টি খেলতে নামা নিগার ১৮ বলে তোলেন ১৮ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















