নিগার সুলতানা জ্যোতিদের আগামী কয়েক মাস অনেক ব্যস্ততায় কাটবে। আইসিসি মেগা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। যেকারণে তাঁদের প্রতি সবার প্রত্যাশাও বেশি। বিশ্বকাপ খেলার আগে অবশ্য প্রস্তুতির মঞ্চ হিসেবে তাঁরা পাচ্ছেন এশিয়া কাপ। আগামীকাল শ্রীলঙ্কায় যাবেন বাংলাদেশের মেয়েরা। যদিও দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তবুও টুর্নামেন্টটির সেমিফাইনালের প্রতি নজর টাইগ্রেস অধিনায়ক জ্যোতির।
সর্বশেষ দুটি সিরিজে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেননি বাংলাদেশ নারী দল। ব্যাটিং ব্যর্থতায় হারা ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়েই এশিয়া কাপ খেলতে যাচ্ছেন তাঁরা।
বড় আসরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য এসেছিল মেয়েদের এশিয়া কাপেই, ২০১৮ সালে। সেবার ভারতকে হারিয়ে এশিয়ার মুকুট মাথায় নেয় বাংলাদেশ। অবশ্য ২০২২ সালে ঘরের মাঠের সর্বশেষ এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে জ্যোতিরা।
এবার সেই শিরোপা জয়ের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা নিচ্ছেন নিগার। আজ মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানে তিনি বলেন, ‘এশিয়া কাপ আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য অন্য রকম একটা আবেগের জায়গা। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় বিপ্লব (রেভল্যুশন) হয়েছে।’