বাংলাদেশের নারী ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য এসেছিল ২০১৮ সালে, সালমা খাতুনের নেতৃত্বে। নিরপেক্ষ ভেন্যু মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিলো লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ দলের সেই জয়ে বড় ভূমিকা রেখেছিলেন পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার রুমানা আহমেদ।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নারী এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ১৯শে জুলাই, শ্রীলঙ্কায়।
টি-টোয়েন্টি ফরম্যাটে এই টুর্নামেন্টের নবম আসরকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। সেই সাথে অনেকটা সময় পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন জাহানারা আলম ও রুমানা আহমেদ।
এশিয়া কাপে আগে দল ছিলো সাতটি। এবার তা বেড়ে হয়েছে আট দল। দুই গ্রুপে বিভক্ত হওয়া দলগুলোর মধ্যে ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে মালয়েশিয়া ও থাইল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।
অন্যদিকে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











