পরিত্যাক্ত হয়েছে প্রথম ওয়ানডে। কলম্বোর থ্রুস্টানে বৃষ্টির বাঁধায় পড়েছে দ্বিতীয় ওয়ানডেতেও। নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হয়েছে টস। বৃষ্টির কারণে ওয়ানডে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২০ ওভারে। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দল।
এ দলের ম্যাচ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারা। এ সিরিজে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জ্যোতির বদলে ইয়াং টাইগ্রেসদের নেতৃত্বে আছেন রাবেয়া।
বাংলাদেশ ‘এ’ একাদশঃ
রাবেয়া (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শামীমা সুলতানা, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, জাহানারা আলম, সাবিকুন নাহার জেসমিন।