চীনের চাংশা শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশগ্রহণ করেই বাংলাদেশের বালিকা দল জায়গা করে নিয়েছে সুপার ফোরে। যদিও অভিষেক সুপার ফোর ম্যাচে চীনের বিপক্ষে ৯-০ গোলের বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছে দলটি।
ম্যাচের শুরু থেকেই চীনা মেয়েরা দাপট দেখায়। প্রথম দুই কোয়ার্টারে বাংলাদেশ দুইটি করে মোট চারটি গোল হজম করে। বিরতির পর পরিস্থিতির উন্নতি না হয়ে আরও খারাপ হয়। বাকি দুই কোয়ার্টারে চীন আরও পাঁচ গোল করে বাংলাদেশের জালে।
এই হার সত্ত্বেও বাংলাদেশের জন্য এটা বড় অর্জনের গল্প। কারণ, এটি তাদের প্রথম আন্তর্জাতিক এশিয়ান টুর্নামেন্ট এবং প্রথমবারেই তারা জায়গা করে নিয়েছে সুপার ফোরে। কোচিং স্টাফ ও বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞতার ঘাটতি ও চীনের বিপক্ষে শারীরিক ও ট্যাকটিকাল পার্থক্যই এমন ফলাফলের কারণ।
সুপার ফোরের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকস্তান। সেই ম্যাচে লড়াই করে ভালো ফলের আশা করছে দলটি।
অন্যদিকে, বালক বিভাগে ভালো খবর এসেছে বাংলাদেশের জন্য। পাকিস্তানের কাছে চীনের পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে পৌঁছেছে টাইগার বালক দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী জাপান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুলাই।
এশিয়া কাপ হকির এই আসরে বাংলাদেশের দুই দলেরই পারফরম্যান্স দেশীয় হকির ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















