ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওয়ান ডাউনে খেলতে নামা শারমিন আক্তার। ৮৯ বলে ১০৮ স্ট্রাইক রেটে এই রান করেন শারমিন।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান (১১০ বল) করেন ওপেনার ফারজানা হক। ধীরগতির ব্যাটিং করলেও ফারজানা ও মুরশিদা খাতুনের উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান।
দ্বিতীয় উইকেটে ৬১ বলে ৩৮ রান করে মুরশিদা আউট হওয়ার পর আগ্রাসি ব্যাটিংয়ে দলের সংগ্রহ বাড়িয়ে নেন শারমিন। ১৯তম ওভারে খেলতে নেমে আউট হন ৪৯তম ওভারে। পুরো সময়টা দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট চালিয়ে গেছেন শারমিন। প্রথম ২০ ওভারে যেখানে দলের রানরেট ছিলো তিন সেখানে ৫০ ওভার শেষে দলের রানরেট দাঁড়ায় পাঁচ এর বেশি।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর:
ফারজানা ৬১ (১১০), মুরশিদা ৩৮ (৬১), শারমিন ৯৬ (৮৯), নিগার সুলতানা ২৮ (২৮), স্বর্ণা আক্তার ১৩* (৯), সোবহানা মোস্তারি ৫ (৩) ও অতিরিক্ত ১১।