আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল

ঘরের মাঠে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। মধ্যকার তৃতীয় ওয়ান ডে চলছে। টানা দুই জয়ে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে আগেই। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলছে বাংলাদেশ।

জবাবে ১৮৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৭.৩ ওভারে ১৮৬ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে শারমিন ৮৮ বলে ১১টি বাউন্ডারিতে ৭২ রান করে বিদায় নেন। এছাড়া ওপেনার ফারজানা দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন। তবে অধিনায়ক নিগার সুলতানা ১৮ ও স্ববর্ণা ৭ রান করে অপারজিত থাকেন।

এর আগে মিরপুরে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান সফরকারী আইরিশ অধিনায়ক গাবি লুইস। ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ। দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস।

৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও গ্যাবি লুইস এদিন ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমে গেছে আইরিশ মেয়েদের ইনিংস। পরবর্তী ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৮৮ রান। হাতে আছে ৯ উইকেট। ওপেনার মুরশিদা খাতুন করেছেন ৮ রান করে ঘরে ফিরেছেন। ব্যাটিং করছেন ফারজানা হক ও শারমিন আক্তার। আর ২ রান করলেই শারমিন আক্তার পেয়ে যাবেন অর্ধ-শতক।

Exit mobile version