আক্ষেপ নিয়েও বিদায়বেলায় ‘গর্বিত’ মার্তা

গত দেড়যুগ ধরে ব্রাজিলের মেয়েদের ফুটবল মাতিয়েছেন মার্তা ভিয়েরা দ্য সিলভা। ছয়বার হয়েছেন বর্ষসেরা নারী ফুটবলার। ব্যক্তিগত পুরস্কারেও তিনি পরিপূর্ণ। অবশ্য কখনো বিশ্বকাপ বা অলিম্পিকে স্বর্ণপদক জেতা হয়নি তাঁর। এবার আরও একবার অলিম্পিক ফাইনালে উঠলেও স্বর্ণ জয় করতে না পারার আক্ষেপকে সঙ্গী করেছেন এই কিংবদন্তি।

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে শনিবার রাতে ১-০তে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে ব্রাজিল। ১৯৯৬ সালে অলিম্পিকে মেয়েদের ফুটবল অন্তর্ভুক্তির পর যুক্তরাষ্ট্রের মেয়েরা চারবার শিরোপা জিতেছে। অন্যদিকে তিনবার অলিম্পিকের ফাইনালে উঠে তিনবারই রৌপ্যপদক নিয়ে ফিরতে হয়েছে ব্রাজিলকে।

অলিম্পিকে রৌপ্য জিতে ৩৮ বছর বয়সী মার্তা বলেছেন, ‘যখন ২০০৪, ২০০৮ সালে রৌপ্যপদক পাই, এখনকার মতো এতটা গর্ববোধ করিনি। কারণ আরও একটি অলিম্পিক ফাইনালে খেলতে ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে। যা ব্রাজিলের কেউ বিশ্বাসও করেনি। এই পদক সেই গর্ব ফিরিয়ে এনেছে, দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে জানে, প্রতিভা আছে এবং তার যথাযথ মূল্যায়ন দরকার।’

Exit mobile version