আজ বেলা আড়াইটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর টার্ফে এক অনুষ্ঠানে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফি দেয়া হবে বাংলাদেশকে। একই অনুষ্ঠানে টুর্নামেন্ট সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও ১১-১১ গোলে সমতা। পরে দুই দলপতি টস করতে এলে সেখানে টস জিতে শিরোপা জয়ের আনন্দে মাতে ভারতের মেয়েরা। তবে পরে তাঁদের জানানো হয় যে, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং আবারো টাইব্রেকার শুরু হবে।
তাতে রাজি হয়নি ভারতের মেয়েরা। পরে শোনা যায় যে মাঠে ফিরতে ৩০ মিনিট সময় পাবে ভারত। যদি তাঁরা না ফেরে সেক্ষেত্রে এককভাবে বাংলাদেশকে বিজয়ী দল ঘোষণা করা হবে। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। অবশেষে প্রায় পাঁচ ঘন্টার নানা নাটকীয়তার পর বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাফের সেই নাটকীয় ফাইনালে মাঠে থাকা শিরোপা দিয়ে দেয়া হয় ভারতের মেয়েদের। জানানো হয় যৌথ চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি শীঘ্রই তুলে দেয়া হবে আফঈদাদের হাতে। অবশেষে আজ ১০ দিন পর বাংলাদেশকে শিরোপাসহ টুর্নামেন্টের যাবতীয় সব ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হবে।
শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত দুইটি পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। দুইটিই পাচ্ছেন বাংলাদেশ স্ট্রাইকার সাগরিকা। একটি টুর্নামেন্ট সেরার এবং অন্যটি সর্বোচ্চ গোলদাতার।
তবে বাংলাদেশ দল এবং ফুটবলাররা আজকে এই পুরস্কার পেলেও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় থাকা দুই ভারতীয় ফুটবলার তাঁদের পুরস্কার পাবেন আগামী মাসে, নেপাল থেকে।