নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। এবার তাদের সামনে আরও কঠিন প্রতিপক্ষ—ইংল্যান্ড। শনিবার (৫ অক্টোবর) রাত ৮টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল।
দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জেতার পর আমাদের লক্ষ্য অন্তত দুইটা ম্যাচ জেতা। যদি আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারি, তাহলে সেমিফাইনালের দৌড়ে অনেক এগিয়ে থাকব।”
ইংল্যান্ডকে সহজ প্রতিপক্ষ মনে করছেন না জাহানারা। তবে তিনি আশাবাদী যে পুরো দল মিলে সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারবে। তিনি আরও যোগ করেন, “ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কঠিন লড়াই হবে। তবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব এবং দলগতভাবে অবদান রেখে ম্যাচটি জিততে চাই।”
টাইগ্রেসদের এই ম্যাচ জেতা সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে দেবে, তাই দলকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে।