বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে বড় মুহূর্ত এনে দেওয়া ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ পিটার বাটলার। বুধবার ইয়াঙ্গুনে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করার পর ম্যাচসেরা পারফরমারকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন এই ব্রিটিশ কোচ।
বাটলারের ভাষায়, “ঋতুপর্ণার সামর্থ্য অনেক বেশি। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশে নারীদের ভালো মানের লিগ না থাকায় সে ভুটানে খেলতে বাধ্য হয়েছে। আমি মনে করি, তার উচিত সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো প্রতিযোগিতামূলক লিগে খেলা। সে দক্ষ, সাহসী এবং বড় পর্যায়ে খেলার জন্য একদমই প্রস্তুত।”
ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন ঋতুপর্ণা। তার গোলেই প্রথমবার মিয়ানমারকে পরাজয়ের স্বাদ দেয় বাংলাদেশ। একই দিনে তুর্কমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপ নিশ্চিত করে টাইগ্রেসরা।
তবে শেষ ম্যাচকে গুরুত্বহীন বলতে নারাজ কোচ বাটলার। তিনি বলেন, “আমরা সব ম্যাচেই একভাবে প্রস্তুতি নিই। তুর্কমেনিস্তানকেও সমান সম্মান দেখাতে হবে। বিনয়ী থাকাটাই এখন সবচেয়ে জরুরি।”
রক্ষণভাগ ও দলীয় প্রচেষ্টা নিয়েও প্রশংসা ঝরেছে কোচের মুখে, “আমার খেলোয়াড়রা দারুণ লড়েছে। রক্ষণ সামলে খেলার কঠিন কাজটা তারা ভালোভাবে করেছে। এ জয় পুরোপুরি তাদেরই প্রাপ্য।”
নিজে কথা বলতে গিয়ে ঋতুপর্ণাও জানালেন, “আমরা অনেক কষ্ট করি, একটাই লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। আজকের জয় সেই পথের বড় ধাপ। সমর্থকদের ধন্যবাদ পাশে থাকার জন্য।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















