ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে ইতিহাসের পথে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার ইয়াঙ্গুনে আয়োজিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টাইগ্রেসরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। প্রথমার্ধে মিয়ানমার একাধিকবার সমতায় ফেরার সুযোগ পেলেও বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার দুর্দান্ত রক্ষণ এবং প্রতিপক্ষের ফিনিশিং ব্যর্থতায় গোল হজম করেনি লাল-সবুজরা।
১৮তম মিনিটে ফ্রি কিক থেকে ফিরতি বলে বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করেন ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে আবারও আলো ছড়ান এই তরুণ ফরোয়ার্ড। বাঁ দিক থেকে নেওয়া নিখুঁত শটে বল জড়ান মিয়ানমারের জালে, যা হয়ে ওঠে ম্যাচজয়ের মূল ভিত্তি।
মিয়ানমার একসময় একটি গোল শোধ করলেও তা যথেষ্ট হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। এই জয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে, যেটি কাগজে-কলমে তুলনামূলক সহজ প্রতিপক্ষ।
বাছাইয়ের নিয়ম অনুযায়ী, আট গ্রুপের শীর্ষ দলই যাবে এশিয়ান কাপের মূলপর্বে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপে খেলার একেবারে দ্বারপ্রান্তে।
আজই যদি বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হয় বা বাহরাইন জেতে, তাহলেই বাংলাদেশের টিকিট নিশ্চিত হয়ে যাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















