ঘরোয়া লিগে ক্লাব পাচ্ছেন না সানজিদা-সাবিনা

ভারতে চলমান মহিলা ফুটবল লিগে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার সানজিদা আক্তার এবং সাবিনা খাতুন। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন কর্নাটকের কিক স্টার্টের হয়ে কয়েক ম্যাচ খেলে ঢাকায় ফিরেছেন। অন্যদিকে জাতীয় দলের অন্যতম সেরা তারকা ফুটবলার সানজিদা আক্তার এখনো ইস্ট বেঙ্গলের হয়ে খেলছেন।

এই দুই ফুটবলার ভারতের লিগে খেলতে যাওয়ায় দুই বাংলায় চলছে অনেক আলোচনা। তবে দুইজনের কেউই নিজের দলের জয়ে অবদান রাখতে পারেননি। বাংলাদেশের ঘরোয়া লিগে গত তিন বছর ধরেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন তাঁরা। অথচ এবছর তাঁরা ঘরোয়া লিগে কোনো ক্লাবই পাচ্ছেন না।

শুধু এই দুই ফুটবলারই নয়, ঘরোয়া লিগে এবার কোনো ক্লাব পাচ্ছেন না মাছুরা, রুপনা, মনিকা, মারিয়া এবং তহুরাও। এর কারণ হচ্ছে তাঁদের ক্লাব বসুন্ধরা কিংস এবারের মহিলা লিগে অংশই নিচ্ছে না। এমনকি লাইসেন্সের জন্যও আবেদন করেনি তাঁরা। যেকারণে জাতীয় দলের এই তারকা ফুটবলারদের এবারের মহিলা লিগে থাকতে হচ্ছে দর্শক হিসেবেই।

জানা গেছে, এবার এই ফুটবলাররা অত্যধিক পারিশ্রমিক দাবি করেন কিংস কর্তৃপক্ষের কাছে। ফলস্বরুপ ক্ষুব্ধ ক্লাব কর্তৃপক্ষ আর মহিলা ফুটবল লিগে দলই গড়েনি।

Exit mobile version