চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনা-সানজিদাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ

বিকাল পৌনে ৬টায় ফিফা প্রীতি দ্বিতীয় ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। এর আগে প্রথমটিতে স্বাগতিকদের ৪-০ গোলে উড়িয়ে দেয় ফিফা র‍্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলটি। যেখানে প্রতিযোগিতার আমেজই দেখাতে পারেনি দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে বড় হার দিয়ে অভিষেক হয় নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলারের। তাই আজ প্রথম ম্যাচের ভূল থেকে শিক্ষা নিতে চাইবে তাঁর দল। লক্ষ্য থাকবে নিজেদের খেলার দিকে লক্ষ্য দেয়া।

আজকের ম্যাচকে সামনে রেখে এই ইংলিশ কোচ জানান, ‘প্রথম ম্যাচে আমরা হেরেছি ঠিক আছে। তবে দেখতে হবে তাদের র‌্যাঙ্কিং কোথায় আর আমরা কোথায়। বিরতির পর কিন্তু আমরা নিজেদের গুছিয়ে নিয়ে এক গোলের বেশি দিতে দেইনি। আশা করছি পরের ম্যাচ আমরা ভালো খেলতে পারবো।’

প্রথম ম্যাচের ব্যাখ্যায় সাবিনা-সানজিদাদের কোচ জানান, ‘আগের ম্যাচে খেলোয়াড়দের লড়াইয়ে আমি খুশি। আর এগিয়ে যেতে হলে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। রক্ষণে ভিড় বাড়িয়ে রক্ষণাত্মক ফুটবল খেলে এগিয়ে যাওয়া যাবে না। অনেক সময় দল তৈরির জন্য হারের ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’

Exit mobile version