আগামী মাসে ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি হিসেবে বিসিবি আয়োজন করেছে বিশেষ সিরিজ, যেখানে অংশ নিচ্ছে নারী দলের দুটি স্কোয়াড এবং অনূর্ধ্ব-১৫ পুরুষ দল। এই সিরিজের এক ম্যাচে বাংলাদেশ নারী লাল দল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের কাছে হেরে গেছে। আর সেই হারের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনা ও ট্রল শুরু হয়।
বিকেএসপির মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে অনূর্ধ্ব-১৫ দল তোলে ১৮১ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় নারী লাল দল। ব্যাটিং ব্যর্থতা নিয়ে আগে থেকেই প্রশ্ন থাকলেও এদিন ৮৭ রানের বড় হার যেন সমালোচনার ঝড় বইয়ে আনে।
তবে এই সমালোচনার ধরন মেনে নিতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ। বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনি লেখেন, “আজকের ম্যাচে নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের সাথে। হ্যাঁ, এটা সত্যি হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল।”
রুমানা আরও লিখেছেন, “আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এই মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল! তাদের কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই।”
ট্রলকারীদের উদ্দেশে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে-বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। একটা হারেই সব অস্বীকার করা কি ঠিক? সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনও উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।”
রুমানার এই পোস্ট এরই মধ্যে সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ নারী ক্রিকেটের উন্নয়নে গঠনমূলক সমালোচনার পক্ষে মত দিচ্ছেন, আবার অনেকে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ আচরণের বিরোধিতা করছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















