জয় দিয়েই সিরিজ শেষ করলো বাংলাদেশ

আবারো হারের মুখ দেখলো শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙালো বাংলার নারীরা। ৮ উইকেটের বিশাল জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করলো বাংলাদেশ নারী ‘এ’ দল।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার খেলেছেন শ্রীলঙ্কা সফরে। যেখানে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে ছিলেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানাও।

১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরম্যান্স টাইগ্রেসদের। আজ (বৃহস্পতিবার) শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক মেয়েরা। জবাবে মাত্র ১১ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ১৬.২ ওভারে ৫৪
(বিমুক্তি ১১, বিহঙ্গ ৯, সান্দামিনি ৯; রাবেয়া ৩/৭, ফাহিমা ২/৯, নাহিদা ২/১০, মারুফা ২/১৪, সুলতানা ১/১২)।

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১১.২ ওভারে ৫৬/২
(দিলারা ৩৩*, নিগার ১৪*, মুর্শিদা ৩, সাথি ০; বিমুক্তি ১/৫, মাদুশানি ১/৯)।

ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী ‘এ’ দল ৪–১ ব্যবধানে জয়ী।

Exit mobile version