টাইগ্রেসদের প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পুরুষ অনূর্ধ্ব-১৫ দল

আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ থেকে ২৮ আগস্ট বিকেএসপিতে অনুষ্ঠিত হবে তিন দলের ‘চ্যালেঞ্জ কাপ’।

এই টুর্নামেন্টে দুটি দল হবে নারী ক্রিকেটারদের নিয়ে—জাতীয় দলের খেলোয়াড় ও সম্ভাব্য প্রতিভাবানরা থাকবেন তাদের দলে। অন্যদিকে, তৃতীয় দলটি গঠিত হবে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের নিয়ে। রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।

নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিলেট ক্যাম্পে এখন ১৮ জন আছে। বিকেএসপির ক্যাম্পে ২-৩ জন বাড়ানো হতে পারে। তারপর টুর্নামেন্ট শুরু হবে। সেপ্টেম্বরে ঢাকায় আরেকটা ক্যাম্প হতে পারে।’

এর আগেও অনুরূপ ম্যাচ খেলেছে টাইগ্রেসরা। গত বছর নারী এশিয়া কাপের প্রস্তুতিতে অনূর্ধ্ব-১৯ পুরুষ দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছিল তারা।

বর্তমানে নারী দল সিলেটে অনুশীলন ক্যাম্পে রয়েছে, যা শেষ হবে ২৯ জুলাই। এরপর ৬ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আরেকটি প্রস্তুতি ক্যাম্প হবে বিকেএসপিতে।

আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে টাইগ্রেসরা ভারতে যাবে বিশ্বকাপে অংশ নিতে। ২ অক্টোবর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

বিশ্বকাপের আগে অন্যান্য দলগুলো আন্তর্জাতিক ম্যাচ খেললেও বাংলাদেশ কোনো সিরিজ খেলছে না। প্রস্তুতিতে ঘাটতি পোষাতে তাই নিজেদের মধ্যেই ম্যাচ আয়োজন করছে বিসিবি।

Exit mobile version