আগস্টে সিনসিনাটিতে সুয়াটেকের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম জয় পেয়েছিলো কোকো গফ। তাঁদের শেষ দশবারের দেখায় অবশ্য নয়টা জয়ই পেয়েছেন ইগা সুয়াটেক।
ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফের বিপক্ষে এই জয়ে ডব্লিউটিএ ফাইনালের শেষ চারের কাছাকাছি দূরত্বে চলে গেলেন চারবারের মেজর চ্যাম্পিয়ন সুয়াটেক।
এই মৌসুমের শেষ ইভেন্টে আরিনা সাবালেঙ্কাকে টপকে টেনিসের র্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর পজিশন পুনরুদ্ধারের লক্ষ্যে আছেন সুয়াটেক। কোকোর বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, “কোকো এমন একজন খেলোয়াড় যে হাল ছেড়ে দেয় না তাই আমি জানতাম এটা এত সহজ হবে না।”
অন্য গ্রুপে গত মঙ্গলবার বেলারুশ তারকা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে পৌছেছেন আমেরিকান খেলোয়াড় জেসিকা পেগুলা
গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যোগ্যতা অর্জন করতে আজ সাবালেঙ্কার বিপক্ষে মাঠে নামবেন কাজাখস্তানের এলেনা রাইবাকিনা।
