সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করলেন বাংলাদেশের ফুটবলার তহুরা খাতুন। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত এই ম্যাচে তহুরা নিজে হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৭-১ ব্যবধানে জয়ের পথে নিয়ে যান। বাঁ পায়ের চমৎকার শটে করা তিনটি গোল তাঁকে মাঠে আলাদাভাবে উজ্জ্বল করে তোলে। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান তহুরা।
ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তহুরা জানান, এই ম্যাচসেরার পুরস্কার তিনি উৎসর্গ করেছেন নিজের দুই সাবেক কোচকে। তাঁর কথায়, “আমার ট্রফিটা আমি আমার সাবেক কোচ ছোটন স্যার (বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং আমার গ্রামের কোচ মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি।” তহুরা নিজের ফুটবল যাত্রায় এই দুই কোচের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাদের অনুপ্রেরণা এবং নিরলস পরিশ্রমই তাঁকে জাতীয় দলে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে বলে জানান তিনি।
ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও দুটি গোল করে ম্যাচসেরা হয়েছিলেন তহুরা, যা তিনি উৎসর্গ করেছিলেন প্রয়াত বন্ধু সাবিনা খাতুনকে। এবারের সেমিফাইনালে ম্যাচসেরা হওয়ার পর সাবেক কোচদের প্রতি তাঁর এই উৎসর্গ আবারও প্রকাশ করে তাঁর কৃতজ্ঞ হৃদয়ের পরিচয়।
তহুরার বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে গোলসংখ্যা বর্তমানে ৫৫, যার মধ্যে টানা দুটি ম্যাচেই পাঁচটি গোল এসেছে।