অজিদের বিপক্ষে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার নারীদের বিপক্ষে হোয়াইটওয়াশ স্বাগতিকরা। বুধবার মিরপুরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দেয়া ৯০ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল।

এ দিন মিরপুর শের-ই-বাংলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিগার সুলতানা জ্যোতিরা। ৫০ ওভারের ম্যাচে অজি বোলারদের তোপে মোটে ২৬ দশমিক ২ ওভার টিকেছিল টিম টাইগ্রেসের ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট হয় তারা। এ নিয়ে তিন ম্যাচ সিরিজে কোনোটিতেই দলীয় রান একশ ছাড়াতে পারেনি স্বাগতিকরা।

সহজ টার্গেট তাড়ায় টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়েছেন অজি ব্যাটাররা। দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। সুলতানার শিকার হওয়ার আগে ২৭ বলে ১২ রান করেছেন ফোব লিচফোর্ড। অন্যদিকে, রাবেয়া খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে অধিনায়ক অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৩ রান।

দুই ওপেনারের বিদায়ের পর এলিস পেরি ও বেথ মুনির ব্যাটের মাত্র ১৮ দশমিক ৩ ওভারেই জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৮ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন পেরি আর ২২ বলে ২১ করেন বেথ মুনি। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন সুলতানা ও রাবেয়া খান।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১১৮ রানে। আর দ্বিতীয়টিতে ১৫৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবার হারের ব্যবধানটা আরও বড় হলো।

একদিনের ক্রিকেটে ভরাডুবির পর এবার টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের মুখোমুখি হবে জ্যোতিরা। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ৩১ মার্চ থেকে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

Exit mobile version