ত্রিদেশীয় ফুটবল সিরিজ – আফঈদা ও বাটলারের কন্ঠে জয়ের আশা

আগামীকাল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ

ত্রিদেশীয় ফুটবল সিরিজ

নারী ফুটবল সিরিজে ৩ দলের অধিনায়ক ও কোচ

ভালো খেলার প্রত্যয়

আগামীকাল মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় ফুটবল সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়া ও আজারবাইজানকে। ৩টি দলেরই মূল লক্ষ্য আসন্ন বড় আসরগুলোর জন্য ভালো প্রস্তুতি। ঢাকা জাতীয় স্টেডিয়ামে কাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে মালয়েশিয়ার। এর আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ও কোচ পিটার বাটলার ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে আছে এএফসি এশিয়ান কাপের মূল আসর। এজন্যই মূলত ত্রিদেশীয় সিরিজ আয়োজন, যাতে মেয়েরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। অন্যদিকে মালয়েশিয়া নারী দলের আছে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস ও আজারবাইজানের সামনে ২০২৭ নারী বিশ্বকাপ বাছাইপর্ব। এ কারণে তাদেরও লক্ষ্য ভালো প্রস্তুতি নেওয়া।

বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এজন্য গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে প্রস্তুতি শুরু করেছেন আফঈদা-ঋতুপর্ণা চাকমারা। গত অক্টোবরে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচও খেলেন তারা। কিন্তু দুটিতেই তেমন ভালো খেলতে পারেনি বাংলাদেশ, হেরে গেছেন তারা। এবার ঘরের মাটিতে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ভালো করার প্রত্যয়।

একই ভুল কেউ করতে চাইবে না

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা বলেছেন,

আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলেছি, সেখানে কী কী ভুল হয়েছে, সেটা দেখেছি। এই ম্যাচগুলোতে একই ভুল কেউ করতে চাইবে না। আমরা অবশ্যই আজারবাইজান ও মালয়েশিয়ার সঙ্গে ভালো খেলার চেষ্টা করব। তারা হয়ত আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে, তবু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

দুই দলই বাংলাদেশের চেয়ে এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। বাংলাদেশের মেয়েরা ১০৪ নম্বরে, মালয়েশিয়া ৯২ ও আজারবাইজান ৭৪ নম্বরে। তাই তাদের বিপক্ষে ম্যাচে বেশ চ্যালেঞ্জের মুখেই থাকবে বাংলাদেশের মেয়েরা। যদিও সম্প্রতি ২৪ ধাপ অগ্রসর হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল র‌্যাঙ্কিংয়ে এবং যথেষ্ট গোছানো দলেও পরিণত হয়েছে। এরপরও থাইল্যান্ডে বাজে অভিজ্ঞতা বড় কিছুর আশা দেখাচ্ছে না এ দুটি দলের বিপক্ষে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা ও কোচ বাটলার

আগামীকাল সন্ধ্যায় মালয়েশিয়ার বিপক্ষে এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ। মাঝে মালয়েশিয়া ও আজারবাইজান লড়বে ২৮ নভেম্বর। সব ম্যাচই হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। অবশ্য বাংলাদেশের কোচ পিটার বাটলার মালয়েশিয়াকে নিয়ে খুব বেশি চিন্তা করছেন না।

বাটলার বলেছেন,

আমরা শারীরিকভাবে শক্তিশালী নই, মালয়েশিয়াও অনেকটা আমাদের মতোই। তবে আজারবাইজান শক্তিশালী, শারীরিকভাবেও এগিয়ে। আমি র‍্যাংকিং নিয়ে আগ্রহী নই। আমার মনে হয়, এটা অনেক সময় বাস্তব চিত্র তুলে ধরতে পারে না।

Exit mobile version