নারী ফুটবল দলের আশা দুই ম্যাচ জয়
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। প্রথমবারের মতো এই আসরে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে যতটা সম্ভব মেয়েদের প্রস্তুত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ঢাকায় ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ হতে যাচ্ছে। এখানে বাংলাদেশের বিপক্ষে খেলবে আজারবাইজান ও মালয়েশিয়া। এজন্য ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। ২ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি আগামী ২৬ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে।
সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এবারের দলেও। তাদের সঙ্গে মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন মামনি চাকমা। আর তনিমা বিশ্বাস ও রুমা আক্তার আছেন এই সিরিজের স্ট্যান্ডবাই খেলোয়াড়। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের একপর্যায়ে কোচ পিটার বাটলার দলের বাইরে থাকা সাবিনা-মাসুরাদের নিয়ে আর প্রশ্ন করতে ‘না’ করলেন!
চুক্তি নবায়ন
নারী ফুটবলারদের সঙ্গে বাফুফে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। এর মধ্যে সাবেক অধিনায়ক সাবিনা, মাসুরা, কৃষ্ণা, সানজিদা ও সুমাইয়া বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পান না। বিষয়টি নিয়ে প্রশ্নের পর বাটলার বলেছেন,‘এ নিয়ে আর কোনও প্রশ্ন করার দরকার নেই।’
বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৮ গোল হজম করেছে। দুটি ম্যাচেই ডিফেন্ডারদের দুর্বলতা ছিল স্পষ্ট। সেখানে মাসুরার মতো অভিজ্ঞ ডিফেন্ডার ক্যাম্পে ডাকই পাচ্ছেন না। যদিও ওই দুটি ম্যাচে ফুটবলারদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন বাটলার।
ত্রিদেশীয় সিরিজের আগে দলকে পুরো ৩ সপ্তাহ পেয়েছেন এবার বাটলার। বেশ ভালো অনুশীলন হয়েছে এবং ফলাফলও ভালো হবে বলে বিশ্বাস এই কোচের। এজন্য তিনি বলেছেন,
থাইল্যান্ড সফরের আগে খুব স্বল্প সময় ছিল প্রস্তুতির জন্য। এবার ২২ দিন একসঙ্গে অনুশীলন হয়েছে। আশা করি পারফর্ম্যান্স অবশ্যই ভালো হবে।
মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ দশ ধাপ এগিয়ে থাকলেও আগে তাদের হারানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। আজারবাইজান ইউরোপিয়ান দল হলেও তাদের র্যাঙ্কিং ৭৪। এ দুটি ম্যাচই জিততে চান বাটলার। তিনি বলেছেন,
আমরা অবশ্যই সঠিক পথে রয়েছি। সামনের দুটি ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি। কোরিয়া, থাইল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে গোল হজম করা স্বাভাবিক, আমি বাস্তবিক জগতে বাস করি।
নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজ শেষে নারী ফুটবলারদের চট্টগ্রামে ক্যাম্প হবে। তিনি বলেছেন,
এখানে খেলা শেষ করে মেয়েরা আবার চট্টগ্রাম ফিরে যাবে। তারপর মালয়েশিয়ায় সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল একসঙ্গে ট্রেনিংয়ে যাবে। মালয়েশিয়া জাতীয় ও ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে।
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান।
স্ট্যান্ডবাই: রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।
