দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

বিজয়ের দিনে দেশের মানুষকে বিজয়ের হাসি উপহার দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফিকার নারীদের তাদের মাটিতেই ওয়ানডে ম্যাচে হারালো নিগার সুলতানার দল। তিন ম্যাচ সিরিজে প্রথমটায় ১১৯ রানের বড় জয় পেয়েছে টাইগ্রেসরা।

ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুরশিদা খাতুন। অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন মুরশিদা। বাংলাদেশও পায় ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ। পরে স্পিন ঘূর্ণিতে প্রোটিয়া মেয়েদের ১৩১ রানেই অলআউট করেন টাইগ্রেসরা। দেশের মানুষকে এই জয় উৎসর্গ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে দুই জয় পেয়েছিলো বাংলাদেশ। একটা ছিলো মিরপুরে। অন্যটা কক্সবাজারে। এবারের অ্যাওয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও জয় পায় বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। পরে তৃতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে প্রোটিয়া মেয়েরা।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে, টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরু থেকেই ছন্দে ছিলেন টাইগ্রেসরা। শামীমা সুলতানা ও ফারজানা হং পিংকির উদ্বোধনী জুটিতে আসে ৬৬ রান। ৩৪ রানে শামিমার আউটের পর ওয়ানডে ডাউনে নামা মুরশিদার ব্যাট শুধু হেসেছে।

দলীয় ৬৬ রানের পর ১১০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার পিংকি ফেরেন ব্যক্তিগত ৩৫ রানে। এর পর মুরশিদাকে সঙ্গ দেয়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৮ রানে আউট হলে স্বর্ণা আক্তারের দাপুটে ২৭ রান বাংলাদেশকে ২৫০ রানের সংগ্রহ এনে দেয়। অবশ্য অতিরিক্ত অতিরিক্ত থেকে এসেছে ২৫ রান।

জবাবে খেলতে নেমে, দলীয় ৯ রানে জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ও তৃতীয় ওভারে যথাক্রমে অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস আউট হলে চাপে পড়ে স্বাগতিক দল। কিন্তু সেখান থেকে আর বের হতে পারেনি তারা।

বিশেষকরে বাংলাদেশী স্পিনারদের ঘূর্ণিতে উইকেটে আসা-যাওয়া করেছেন প্রোটিয়া মেয়েরা। পেসার মারুফ নিয়েছেন এক উইকেট। বাকি ৯ উইকেটই পেয়েছেন স্পিনাররা। ৩৩ রানে তিন উইকেট তুলে নিয়েছেন নাহিদা আক্তার। দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও ফাহিমা খাতুন। এক ওভার হাত ঘুরিয়ে ছয় রান দেয়া রিতু মনি অবশ্য কোন উইকেট পাননি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।  

সংক্ষিপ্ত স্কোর:

টস: দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ : ২৫০/৩ (শামিমা ৩৪, ফারজানা ৩৫, মুর্শিদা ৯১*, নিগার ৩৮ ও স্বর্ণা ২৭*)

দক্ষিণ আফ্রিকা : ১৩১

Exit mobile version