দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার অবসান ঘটিয়ে বেতন পরিশোধ হলো নারী ক্রিকেটারদের

ক্রিকেটে ছেলেদের দশা একেবারে বেহাল বললেই চলে। এশিয়া কাপের পর বিশ্বকাপেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে একেবারেই ভিন্ন চিত্র নারী ক্রিকেটে। গত কয়েকবছরে তাঁরা যেই উন্নতি করেছেন তা ছিলো চোখে পড়ার মতন। অথচ যাদের পারফরম্যান্স কোটি বাঙালিকে বড় কিছু জয়ের স্বপ্ন দেখাচ্ছে, তাঁরাই মাঠের বাইরে সবচেয়ে অবহেলিত। দীর্ঘ পাঁচ মাস বেতন পাননি নারী ক্রিকেটাররা।

চলতি বছর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর পাকিস্তানকেও দুই ফরম্যাটেই সিরিজ হারায় তাঁরা। তাদেরকেই কিনা পাঁচ মাস বেতন দেয়নি বিসিবি। এই নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর আজ সেই জটিলতার অবসান ঘটলো। অবশেষে তাঁদের বেতন পরিশোধ করেছে বিসিবি। আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

বিসিবির এই পরিচালক সংবাদকর্মীদের জানান, ‘দেখুন, আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিল। সেই কারণে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে যায়। এবং বেশ দেরি হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’

বোর্ডের সাথে চুক্তি নিয়ে বোঝাপড়ার অভাবেই এমনটা হয়েছে বলে আগে জানিয়েছিলেন নাদেল। অবশ্য এমন ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেই দাবি করেছিলেন তিনি।

বেতনের পাশাপাশি তাঁদের বোনাস প্রাপ্তির বিষয়টিও জানান নাদেল। কমিটমেন্ট অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটেই জয় পাওয়ায় কোচসহ খেলোয়াড়দের বোনাস দেয়া হয়েছে।

Exit mobile version