দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজ জয়ের জন্য বেনোনিতে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। শুধু বাংলাদেশের সামনে নয়, স্বাগতিক দলের সামনেও সিরিজ জয়ের সুযোগ। যারাই জয় পাবে তারাই সিরিজ জিতবে। এমন ম্যাচে আগে ব্যাট হাতে নেমে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৩১৬ রান।
দুই ওপেনোর চমৎকার ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার এমন সমৃদ্ধ সংগ্রহ। দুই ওপেনারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। অধিনায়ক লাউরা ওলভার্ডট ও তাজমিন ব্রিটস সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতে দলকে ২৪৩ রান এনে দেন তারা। অধিনায়ক লাউরা ১২৬ রান করেন। তাজনিম করেন ১১৮ রান। শেষ পর্যন্ত এ জুটিতে ভাঙ্গন ধরান মারুফা আখতার। তার বলে বোল্ড হন লাউরা। মাত্র ১৩৪ বলে ১৩ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
অধিনায়কের বিদায়ের পরের ওভারেই আউট হন তাজমিন। রিতু মনির বলে স্ট্যাম্পড হন তিনি। ১২৪ বলে ১১৮ রান করতে আটটি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি মারেন। মুলত এই ওপেনার বাংলাদেশের কোনো বোলারকে ছাড় দেননি। সব বোলারই এই দুই ওপেনারের হাতে নাস্তানাবুদ হয়েছে।
শেষ দিকে এসে রাবেয় খান জোড়া আঘাত হানেন। হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন। সুনে লাস ৩৪ রানে এলবিডব্লিউ হন। পরের বলে একইভাবে আউট হন নাদিনে ডি ক্লার্ক।