দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ, আর এবারের আসর শুরু হচ্ছে এক নতুন ফরম্যাটে। আগামীকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এই ম্যাচ দিয়েই পর্দা উঠবে প্রতিযোগিতার।
এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দেশ—বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান। তবে বড় চমক হলো ফরম্যাটে পরিবর্তন। এবার আর কোনো সেমিফাইনাল বা ফাইনাল নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। মোট ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার নিজেদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের কথা জানিয়ে শিরোপা ধরে রাখার প্রত্যাশা করেছেন। দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ঘরোয়া লিগে খেলোয়াড়দের ধারাবাহিক উন্নতির ওপর ভিত্তি করেই তারা এই আশাবাদী।
অন্যদিকে প্রতিপক্ষরাও বাংলাদেশের শক্তির বিষয়ে সজাগ। শ্রীলঙ্কার কোচ শ্রীনাথা কুমারা বাংলাদেশকে টুর্নামেন্টের ফেভারিট উল্লেখ করে বলেছেন, “তাদের স্কিল, গতি ও অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ায় নজরকাড়া। বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।”
টুর্নামেন্টে ভারত অংশ না নেওয়ায় অনেকেই মনে করছেন, শিরোপার মূল লড়াই হতে পারে বাংলাদেশ ও নেপালের মধ্যে। তবে ভুটান ও শ্রীলঙ্কাও চমক দেখাতে পারে বলে ধারণা ফুটবল বিশ্লেষকদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















